রোহিঙ্গা শিবিরে গুলিতে আরএসও সদস্য নিহত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে আরসা সন্ত্রাসীদের গুলিতে আরএসও এর এক সদস্য নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় খুনের শিকার হন মো. ইউছুপ নামের এক রোহিঙ্গা।

ঘটনাটি বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের এ-২৯ ব্লকের একটি বেসরকারি সংস্থার হাসপাতালের সামনে রাস্তার মাথায় এঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা ইউছুপ এইচ-১৭ ব্লকের হামিদ হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল। তিনি জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় আরসা সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছে। খবর পেয়ে ১৪ এপিবিএন দায়িত্বরত টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে নিহত রোহিঙ্গা আরএসও এর সক্রিয় সদস্য। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গুলিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানান ওসি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //