গাইবান্ধায় ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য বেড়েছে

গাইবান্ধায় ভুয়া সাংবাদিকের নানা অপকর্মের কারণে প্রকৃত পেশাদার সাংবাদিকরা পড়ছেন বিভিন্ন ধরনের বিড়ম্বনার মুখে। নিজের নামটি সঠিকভাবে লিখতে বা বানান উচ্চারণ করতে না পারলেও অনেকেই এখন সাংবাদিক পরিচয়  দিচ্ছেন।

এদের বেশ-ভুষা দেখে দাপটে সাংবাদিক মনে হলেও পরিচয়পত্র দেখলেই  অবাক হয়ে পরার মত অবস্থা। তাদের কারণে পেশাদার সাংবাদিকরা রয়েছেন চরম বিপাকে।

নিজেদেরকে এমনভাবে তারা উপস্থাপন করে যে, তাদের ভাব দেখলে মনে হবে দেশের কোন স্বনামধন্য প্রথম সারির গণমাধ্যম কাজ করেন। প্রকৃতপক্ষে এরা অপসাংবাদিকতা করছেন।

ভুয়া সাংবাদিকের নানা অপকর্মের কারণে প্রকৃত পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি এখন প্রশ্নবিদ্ধ হওয়ার উপক্রম হয়েছে। 

প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি মো. খালেদ হোসেন বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। যেটি সমাজের দর্পণ হিসাবে কাজ করে। কিন্তু সম্প্রতি সময়ে লক্ষ্য করা যাচ্ছে গাইবান্ধা জেলায় কিছু ভুঁইফোড় প্রতিষ্ঠানের আইডি নিয়ে রিকশা চালক, চায়ের দোকানদার, নরসুন্দর, ফুটপাতে জুতার দোকানদারসহ অযোগ্যরা সাংবাদিক হিসাবে পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে । যার কারণে মূলধারার সাংবাদিকরা মূল্যায়ন হারাচ্ছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //