লালমনিরহাটে নাশকতার আশংকায় জামায়াতের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় দৌড়ে পালিয়ে যায় আরো আটজন।
আজ বুধবার (২৩ আগস্ট) ভোররাতে জেলা শহরের আলোরুপা সিনেমা হলের সীমানা প্রাচীরের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জামায়াত নেতারা হলেন- সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের মো. এনামুল হকের ছেলে সোহেল পারভেজ (৩২), একই এলাকার আবু সিদ্দিক ওরফে ঠান্ডার ছেলে মো. মিলন মিয়া (২০), আদিতমারী উপজেলার চান্দের বাজার এলাকার অলি মাহমুদের ছেলে মো. আজিম উদ্দিন (৫৮) একই এলাকার আব্দুল হামিদের ছেলে আবু তাহের (৪০), আদিতমারী উপজেলার উত্তরপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে মো. মমিনুল ইসলাম ও সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড়বাসুরিয়া এলাকার ছকিয়ত আলীর নাবালক ছেলে মো. রাকিব হাসান (১৭)।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, জামায়াতে ইসলামীর একদল নেতাকর্মী গোপন বৈঠক করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জামায়াতের ছয় নেতাকে গ্রেপ্তার করা হয়। এসময় জামায়াতের আরো আট নেতাকর্মী পালিয়ে যান।
আটক জামায়াত ছয় নেতাসহ ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : লালমনিরহাট জামায়াত গ্রেপ্তার
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh