বরিশালে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে জামায়াতের চার নেতাকর্মীকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
আজ বুধবার (২৩ আগস্ট) সকালে নগরীর রাজু মিয়ারপুল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মহানগর জামায়াত নেতা ও নগরীর কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা সুলতান হাওলাদার (৪০), রূপাতলী শেরে বাংলা সড়কের মিজানুর রহমান সালাম (৬৬), নবগ্রাম রোড সোনামিয়ার পুল এলাকার নাছির উদ্দিন (৪০) ও সদর উপজেলার চরপত্তনিয়া গ্রামের আল মঈন (২১)।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে পূর্বে কোতয়ালী থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
মহানগর জামায়াতের আমীর জহির উদ্দিন মুহা. বাবর জানিয়েছেন, ঢাকায় দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা দিতে না দেয়ার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীতে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন তারা।
এসময় কোতয়ালী মডেল থানা পুলিশ নগরীর রাজু মিয়ার পুল এলাকায় থেকে জামায়াতের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের দাবি গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা নেই। পুলিশ অহেতুকভাবে তাদের গ্রেপ্তার করেছে।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানিয়েছেন, পুলিশের পূর্বানুমতি না নিয়ে রাজু মিয়ার পুল এলাকায় মিছিল বের করে জামায়াত। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জামায়াত নেতাকর্মীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে চারজনকে আটক করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh