গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

গাইবান্ধা জেলা পৌর শহরে একটি ট্রাকের ধাক্কায় বিপ্লব প্রামাণিক নামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল চালিয়ে ডিউটিতে আসার সময় ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে শহরের বড় মসজিদ সংলগ্ন পুরাতন জেলখানা মোড়ের জিরো পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব প্রামাণিক সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মৃত আসমত আলীর ছেলে।

তিনি ট্রাফিক পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন ও গাইবান্ধা শহরের বাংলাবাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাংলাবাজার এলাকার বাসা থেকে ডিউটি করতে মোটরসাইকেল চালিয়ে ট্রাফিক অফিসে আসছিলেন বিপ্লব। এসময় জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত ট্রাকটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল রিপোর্টসহ নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ঘাতক ট্রাকটি শনাক্ত করাসহ চালককে আটকের চেষ্টা চলছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //