‘শেখ হাসিনার করণেই বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে’

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকা এমপি বলেন, শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণে বিশ্বের কাছে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট  দিয়ে পঞ্চমবারের মত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী  করতে হবে।

গতকাল বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় কালকিনি উপজেলা সাহেবরামপুর ইউনিয়নের চরফতে বাহাদুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সিডিখান ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ. মন্নান সরদারের সভাপতিত্বে ও সিডিখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ সরদারের সঞ্চালনায়  আরও উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান (শাহিন), উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হাওলাদার, কালকিনি পৌরসভার সাবেক মেয়র এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান সোহেল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ, উপজেলা কৃষক লীগের আহবায়ক এমদাদুল হক সরদার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ সরদার, সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ সরদারসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //