আওয়ামী লীগ নিজের দল, তাই নৌকায় ভোট দিন- এমন বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধরের। জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৫ আগস্ট দেওয়ানগঞ্জ পৌরসভার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাফফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। দেওয়ানগঞ্জ পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি প্রধান অতিথি ছিলেন। এ অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধরও বক্তব্য রাখেন।
বক্তব্যে ওসি আবুল কালাম আজাদ এমপিকে দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ মানুষের নয়নের মনি বলে উল্লেখ করেন। একপর্যায়ে তিনি আওয়ামী লীগকে নিজের দল বলে উল্লেখ করেন এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে নৌকায় মার্কায় ভোট চান।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র বক্তব্যের বিষয়টি মুঠোফোনে স্বীকার করেন। তবে এর বেশি তিনি মন্তব্য করতে রাজি হননি।
এ ব্যাপারে জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ওসির বক্তব্যের বিষয়টি আমার জানা নেই।
জানা গেছে, ২০২২ সালের ২৮ জুলাই দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি হিসেবে যোগদান করেন শ্যামল চন্দ্র ধর। এর আগে ২০২০ সালের অক্টোবর মাস থেকে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ পরিদর্শক হিসেবে ছিলেন তিনি। নেত্রকোনার কেন্দুয়া থানার সোহাগপুর গ্রামের বাসিন্দা শ্যামল চন্দ্র ধর ২০০১ সালে পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh