ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ২১ পরীক্ষার্থী এবং এক কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। এদিন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৫৪৬ পরীক্ষার্থী।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকালে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. সামছুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ওইদিন সকাল ১০ টা থেকে শুরু হওয়া ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় ৫৪৬ জন এইচএসসি পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে ময়মনসিংহে ২৬৭ জামালপুরে ৯৯, নেত্রকোনায় ১০৫, শেরপুরে ৭৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সেই সঙ্গে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ময়মনসিংহে ১ হল পরিদর্শককে বহিষ্কার করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ময়মনসিংহ এইচএসসি পরীক্ষা বহিষ্কার
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh