পুঠিয়ায় পৌর মেয়রের নির্দেশে ছাত্রী লাঞ্ছিত, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে পৌর মেয়র আল মামুন খানসহ তিনজনের বিরুদ্ধে। এঘটনায় গতকাল শুক্রবার (২৫ আগস্ট) পুঠিয়া থানায় একটি লিখিত অভিযোগ করে ভুক্তভোগী। বৃহস্পতিবার (২৪ আগস্ট) পৌরসভার অস্থায়ী কার্যালয়ের তিন তলায় এঘটনা ঘটে।

ভুক্তভোগী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে নাগরিক পরিচয়পত্র আনতে পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব শহিদুল ইসলামের কাছে যায় ওই নারী। এসময় পৌর সচিব তিন তলায় নাগরিক পরিচয়পত্র দেওয়া হয় বলে তাকে একটি কক্ষে আটকে রেখে মেয়রের কাছে ‘আপনার ধর্ষণ মামলার বাদী এসেছে’ বলে ফোন দেয়। কিছুক্ষণ পর ওই কক্ষে ইন্সপেক্টর রিপন উপস্থিত হয়ে ভুক্তভোগীকে চড় থাপ্পড় মারে এবং তার স্পর্শকাতর স্থানগুলোতে হাত দেয়।

অভিযোগ অস্বীকার করে পৌর মেয়র আল মামুন খান বলেন, আমি তিনতলায় যাইনি। ওখানে কি ঘটেছে তা আমি বলতে পারবো না।

এবিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্তের পর প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //