চট্টগ্রাম সীতাকুণ্ডে ঝর্ণার পানিতে ডুবে সোহানুর রহমান (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৮ অগাস্ট) বিকেল চারটার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ছোট দারোগারহাটের পূর্ব পাশের পাহাড়ে অবস্থিত সহস্রধারা ঝর্ণায় এই ঘটনা ঘটে।
মৃত সোহানুর রহমান নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের আবুল হাসেমের ছেলে।
স্থানীয়রা জানান, সোহানুর রহমান ও তার দুই বন্ধু সহস্রধারা ঝর্ণায় গোসল করে ফেরার পথে নৌকা থেকে এক বন্ধু লাফ দিয়ে লেকে নামেন। এরপর সোহানুর রহমানও লাফ দিয়ে লেকে নামেন। এসময় অপর বন্ধু সাঁতরে তীরে উঠতে পারলেও সোহানুর রহমান কিছুদূর এগিয়ে পানিতে তলিয়ে যান।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, এক পর্যটক নিখোঁজের বিষয়টি জানতে পেরে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন থেকে ডুবুরি আনা হয়। পর্যটকটি যেখানে ডুবে যান তার কিছু দূরত্বে আমাদের টার্গেট অনুযায়ী প্রথম ডুবে ডুবুরি নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার পরবর্তীতে মৃতদেহ সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ বলেন, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে লাশ হস্তান্তর করা হবে। নিহত ব্যক্তি ও তার দুই বন্ধু ঢাকায় জেনেক্স কল সেন্টারে একসাথে চাকরি করতেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : চট্টগ্রাম পর্যটক সীতাকুণ্ড পানিতে ডুবে মৃত্যু
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh