শেরপুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার প্রত্যয়ে জাতীয় পার্টি শেরপুর  সদর উপজেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (২৮ আগস্ট) বিকেলে শহরের রঘুনাথবাজার এলাকার ইলিয়াস প্লাজার দ্বিতীয় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাপার ভাইস চেয়ারম্যান ও জেলা জাপা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াস উদ্দিন। এসময় তিনি দলের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করন, জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সদর উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম হেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ্ব আতর আলী চেয়ারম্যান, শেরপুর শহর জাপার সভাপতি হারুন জিলানী সরকার, সাধারণ সম্পাদক বাবু মানিক কর্মকার, জেলা জাপার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী শাহনেওয়াজ শাহীন, সাবেক কোষাধ্যক্ষ আবু সাঈদ খোকন, প্রবীণ জাতীয় পার্টির নেতা মো. নবাব আলী চেয়ারম্যান, জেলা জাপার সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গনি।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঝিনাইগাতি উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. হাবিবুর রহমান মাস্টার, শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, যুগ্ম আহবায়ক মো নুরুজ্জামান, শ্রীবরদী উপজেলা  জাপার সাবেক সভাপতি মো. আলতাফ হোসেন।

এ সময় শেরপুর সদর উপজেলা জাপার নেতাকর্মী, সদর উপজেলার ১৪ ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, শেরপুর শহর জাতীয় পার্টির বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদর আসনে দলীয় একক প্রার্থী হিসেবে জেলা জাপার সভাপতি ইলিয়াস উদ্দিন চেয়ারম্যানকে মনোনয়ন দেয়ার জন্য কেন্দ্রের হাই কমান্ডের কাছে দাবি জানায়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //