সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের বরাতে জানা যায়, আজ সোমবার (২৮ আগস্ট) দুপুরে গুরমার হাওরে যৌথ অভিযানে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত রবিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের চার জেলে উজ্জ্বল, উপসনা, বিপ্লব, বিনা মিলে হাওরে মাছ ধরতে যান। এসময় হঠাৎ ঝড় ও বাতাসের কবলে পড়ে তাদের মাছ ধরার নৌকাটি ডুবে যায়।
এসময় উপসনা, বিপ্লব, বিনা সাঁতার কেটে পাড়ে উঠলেও উজ্জ্বল হাওরের পানিতে ডুবে নিখোঁজ হন। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের যৌথ অভিযানে নিখোঁজের ২১ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরান হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও আমাদের নিজেদের চেষ্টায় দীর্ঘ ২১ ঘণ্টা পরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করেছি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh