শেরপুর জেলার ঝিনাইগাতি থানা পুলিশ সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশের দায়ে ইয়া নবী (৬৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে। পরে তাকে সোমবার (২৮ আগষ্ট) বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া জানায়, আটককৃত ব্যক্তি ইয়া নবীর বাড়ি ভারতের পশ্চিম বাংলার শিলিগুড়ি জেলায়। তারা বাবার নাম মৃত সওদাগর। তিনি প্রায় ৫/৬ মাস আগে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের বিভিন্ন মাজারে ঘোরাঘুরি করে আসছিল। তবে ঘোরাঘুরি শেষে অবস্থান করতেন ভারতের মেঘালয় সীমান্তবর্তী শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া গ্রামের শাহ্ সেকান্দর আলী মাজারে।
সর্বশেষ গত ২৭ আগষ্ট বিষয়টি বাংলাদেশের গোয়েন্দা বিভাগের নজরে এলে ঝিনাইগাতি থানা পুলিশ তাকে আটক করে। এরপর প্রথমিক জিজ্ঞাসাবাদ শেষ সোমবার বিকেলে তাকে অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে আদালতে পাঠালে আদালত তাকে জেলা কারাগারে পাঠায়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh