গাইবান্ধায় একযুগ পর রামসাগর ট্রেনের যাত্রা শুরু

গাইবান্ধায় দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর বহু কাঙ্ক্ষিত রামসাগর ট্রেন  উদ্বোধন করেছেন রেলমন্ত্রী ড. নুরুল ইসলাম সুজন।

আজ (২৯ আগস্ট) মঙ্গলবার বেলা দেড়টায় রেলমন্ত্রী  গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া জংশন স্টেশন থেকে এ রামসাগর ট্রেনটি  উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন- গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, গাইবান্ধা- ৫ (সাঘাটা- ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, গাইবান্ধা-২ সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি।

উল্লেখ্য, ২০১০ সালের ১২ নভেম্বর চালু করা হয় ‘রামসাগর এক্সপ্রেস’ ট্রেনটি। কিছুদিন চলার পর ২০১১ সালের জুলাই মাসে বন্ধ হয়ে যায় ট্রেনটি। সেসময় গাইবান্ধার বোনারপাড়া জংশন স্টেশন থেকে রংপুরের কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর পর্যন্ত চলাচল করতো ট্রেনটি। ট্রেনটি গাইবান্ধা থেকে মাত্র সাড়ে চার ঘণ্টায় দিনাজপুর পৌঁছে যেতো। দিনাজপুরগামী এই ট্রেনটি দিনাজপুর থেকে বেলা ২টা ৫০ মিনিটে বোনারপাড়া জংশন স্টেশনের উদ্দেশে ছেড়ে এসে পুনরায় সকাল সাড়ে ৬টায় বোনারপাড়া থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //