রাজস্ব আদায়ে সময়সীমা বেঁধে দেওয়ার প্রতিবাদে

মহালছড়িতে অবস্থান ধর্মঘট পালন করছে মৎস্যজীবীরা

খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করছে জেলা ও মৎস্য ব্যবসায়ীরা। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাজস্ব আদায়ের সময়সীমা বেঁধে দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য মাছ ধরা বন্ধ রেখেছেন মৎস্যজীবীরা।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে নিবন্ধিত ১৫৯১ জন জেলেদের সংগঠন ‘মহালছড়ি মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি’র নেতৃত্বে অবস্থান ধর্মঘট পালন করছে মহালছড়ির জেলে ও মাছ ব্যবসায়ীরা।

মহালছড়ি মাৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি ও মাছ ব্যবসায়ী মো.আবুল খায়ের বলেন, ‘নতুন সময়সীমা বেঁধে দেওয়ার কারণে ব্যবসায়ী সঠিক সময়ে মাছ আড়ৎয়ে পৌঁছাতে পারবে না। এতে আমরা  আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব। এর আগে দিবারাত্রি যেকোনো সময় ঘাটে মাছ আসলে রাজস্ব দিয়ে যেকোনো জায়গায় মাছ পাঠানো যেত। কিন্তু নতুন সময় সীমার কারণে তা সম্ভব হবে না।’

মহালছড়ি মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মালেক মিয়া বলেন, ‘মৌসুমের প্রথমদিন (১ সেপ্টেম্বর) থেকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজস্ব আদায়ের সময়সীমা বেঁধে দেয়। এতে সঠিক সময়ে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ জেলার বাইরের বাজারে মাছ ন্যায্যমূল্যে মাছ পাঠানোর যে সুযোগ পেতেন; সময়সীমা বেঁধে দেওয়ায় সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এতে জেলে ও মাছ ব্যবসায়ীরা ক্ষতির শিকার হচ্ছেন।’

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) কমান্ডার মো. আশরাফুল আলম ভূঁইয়া জানান, ‘কাপ্তাই লেকের মৎস্য সংরক্ষণ সুন্দরভাবে হওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। মৎস্যজীবীদের কোনো সমস্যা থাকলে তারা আলোচনা করে তা সমাধান করতে পারত। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য, চাপ প্রয়োগ করার জন্য তারা এটা করেছে।’

এদিকে দীর্ঘ চার মাস পর মাছ ধরা চালু হবার দ্বিতীয় দিন থেকে মাছ ধরা- বিপণন এবং পরিবহন বন্ধ থাকায় এই খাতের ওপর নির্ভরশীল জেলে- বরফকল শ্রমিক- নৌযান শ্রমিকরা কর্মহীন অলস সময় পার করছেন।

মহালছড়ি মৎস্য উন্নয়ন কর্পোরেশনের মহালছড়ি স্টেশন কর্মকর্তা মো. নাঈম আহমেদ রিয়াদ জানান তিনি জেলে ও ব্যবসায়ীদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //