পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ, লাশ উদ্ধার

পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর তিস্তা নদী থেকে হামীম উদ্দিন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে তিস্তা রেল ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবক ওই গোকুন্ডা ইউনিয়নের মিয়াপাড়া এলাকার নবিজ কাসাইয়ের ছেলে।

বুধবার দুপুরে স্থানীয়রা তিস্তা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে হামীমের পরিবার মরদেহ শনাক্ত করে। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এর আগে সোমবার রাত ১১টায় তিস্তা নদীর রেল ব্রিজের পশ্চিম পাশে একটি নৌকায় দশ থেকে বারো জনের একটি দল জুয়া খেলছিলেন। খবর পেয়ে সদর থানা পুলিশের এসআই আশরাফুল সঙ্গীয় ফোর্স নিয়ে ধাওয়া দিয়ে দুইজন জুয়ারুকে ঘটনাস্থল থেকে আটক করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও হামীম (২০) নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। এদিকে পুলিশের হাতে আটক জুয়ারু মোজাদ ও জাকির পরদিন মঙ্গলবার আদালত থেকে জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন।

নিহত হামীমের বড় ভাই সামীম জানায়, রাতে জুয়ারু মোজাদ ও জাকির আমার ছোট ভাই হামীমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পড়ে শুনতে পাই তারা তিস্তা নদীতে জুয়া খেলা অবস্থায় পুলিশের এসআই আশরাফুল ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে। এসময় ভয়ে আমার ভাই নৌকা থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। কিন্তু পুলিশ দুইজনকে ধরে নিয়ে আসলেও আমার ভাই বাঁচলো না মরলো সেদিকে কোনো নজর দেয়নি। এমনকি কাউকে জানায়নি।

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, গত দুইদিন থেকে নিখোঁজ ছিলেন যুবক হামীম উদ্দিন। আপাতত সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //