ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে পৌর মেয়রের শোক

ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ঝিনাইদহ পৌর মেয়র ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য এবং ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।

তিনি বলেন, তিনি ছিলেন সংস্কৃতিমনা মানুষ। একাধারে বীর মুক্তিযোদ্ধা, অ্যাডভোকেট, সদর উপজেলা চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এমন গুণী রাজনীতিবিদ ঝিনাইদহে না দেশে খুব কম আছেন। তিনি অসংখ্য সামাজিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিলেন। বঙ্গবন্ধুর একজন ভক্ত ও সৈনিক ছিলেন।

পৌর মেয়র বলেন, রাজনীতির পাশাপাশি আমাদের জাহেদী পরিবারের সাথে ছিল অত্যন্ত নিবিড় সম্পর্ক। তিনি ছিলেন আমার বাবা ভাষা সৈনিক মরহুম জাহিদ হোসেন মুসা মিয়ার অত্যন্ত কাছের ও প্রিয়ভাজন মানুষ। তিনি ব্যক্তিগতভাবে আমাদের সবাইকে খুব ভালোবাসতেন।

তিনি বলেন, আজ ঝিনাইদহবাসীর এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তার মত এমন সৎ, নির্ভীক ও বলিষ্ঠ চেতনার মানুষ ক্ষণজন্মা। আমরা যারা বেঁচে আছি তারা যেন অ্যাডভোকেট আব্দুর রশিদের মতো আদর্শ বুকে ধারণ করে বেঁচে থাকতে পারি। তার মতো মানুষকে ঝিনাইদহবাসী বহুকাল মনে রাখবে।

জানা যায়, অ্যাডভোকেট আব্দুর রশিদ বুধবার রাত ৩টার দিকে ঢাকায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত ২২ আগস্ট থেকে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং তিন কন্যা সন্তানসহ অসংখ্য ভক্ত, অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুর রশীদ ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বেড়বাড়ি গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম মৃত আহম্মদ আলী বিশ্বাস।

মরহুম আব্দুর রশীদের গ্রামের বাড়ি সদর উপজেলার বেড়বাড়িতে দ্বিতীয় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //