নীলফামারীর ডোমারে কলা খেতে গিয়ে গলায় আটকে তন্ময় চন্দ্র রায় (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার হরিনচড়া ইউনিয়নের শালমারা গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুটি ওই এলাকার অলোকান্ত রায়ের একমাত্র ছেলে।
ইউপি সদস্য বনমালী চন্দ্র রায় জানান, সকালে তার মা খাওয়ার জন্য কয়েকটি কলা হাতে দেন। বাড়ির আশপাশে হাঁটা চলা করে কলা খেতে থাকে শিশু তন্ময়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন শিশুটি বাড়ির উঠানে পড়ে থাকতে দেখে। কাছে দিয়ে দেখে তার মুখে কলা দিয়ে ভর্তি। পরে শিশুটিকে দ্রুত নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেল সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নীলফামারী মৃত্যু ডোমার উপজেলা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh