যশোরে জুটমিলের সুপারভাইজার হত্যায় একজনের যাবজ্জীবন

যশোরের নওয়াপাড়া জুট মিলের সুপারভাইজার আসলাম হাবিব হত্যা মামলায় নয়নকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্পেশাল ট্রাইব্যুনাল ৮ম আদালতের বিচারক সুরাইয়া সাহাব এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত নয়ন যশোর সদরের জগন্নাথপুর গ্রামের মোকাদ্দেছ আলীর ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, অভয়নগরের নওয়াপাড়া বাংলাদেশ বেতারের সামনের তিনতলা ভবনে বসবাস করতেন আসলাম হাবিব ও তার ভাই রবিউল ইসলাম। ২০১১ সালের ১৫ জুলাই রাতে খাওয়া দাওয়া করে তিনি সপরিবারে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে পূর্ব পরিচিত নয়নের ডাকে ঘুম ভাঙ্গে আসলাম হাবিবের। নয়ন রাতে তার বাসায় থাকতে চান। বাড়তি রুম না থাকায় নয়ন ও আসলাম হাবিব রান্নাঘরে ঘুমান। এরমধ্যে নয়ন ঘুম থেকে উঠে পানি ও ভাত খেতে চান আসলামের স্ত্রীর কাছে। ভাত না থাকায় পানি খেয়ে রান্নাঘরে ঘুমাতে চলে যান নয়ন। ভোরে ঘুম থেকে উঠে আসলামের স্ত্রী দেখেন মশারি খোলা, নয়ন রুমে নেই। মেঝেতে রক্ত, আসলাম হাবিবের গলা কাটা। মৃত অবস্থায় পড়ে আছে। পরে পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত আসলাম হাবিবের ভাই শামসুর রহমান বাদী হয়ে অভয়নগর থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে হত্যার সাথে জড়িত থাকায় নয়নকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফ হাবিবুর রহমান। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি নয়নের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৪ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত নয়ন কারাগারে আছেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //