পল্লী চিকিৎসকের ওষুধ খেয়ে শিশুর মৃত্যুর অভিযোগ

ঝিনাইদহের মহশেপুরে এক পল্লী চিকিৎসকের ওষুধ খেয়ে ৫ মাসের শিশু আনিচুর রহমানের মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশু আনিচুর রহমানকে গত শুক্রবার বিকালে ওষুধ খাওয়ানোর পর রাতেই তার করুন মৃত্যু হয়।

নিহত শিশু ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঝিটকিপোতা গ্রামের আশানুর রহমানের ছেলে।

নিহত শিশুর মা জানান, শুক্রবার বিকালে আমার ছেলে পাতলা পায়খানা জনিত রোগে অসুস্থ হলে জিন্নাহনগর বাজারে আব্দুল হান্নানের ফার্মেসিতে নিয়ে যায়। চিকিৎসক হান্নান শিশুটিকে দেখে টোজা ও ইরোমাইসি সিরাফ দেন। পরে বাড়ীতে নিয়ে শিশুটিকে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবনের পরই আরও অসুস্থ হয়ে পড়ে। সন্ধ্যায় শিশুটিকে জিন্নাহনগর বাজারের জুলফিকারের ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অক্সিজেনও দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে ঐ পল্লী চিকিৎসক হান্নানের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর পরিবারের দাবি পল্লী চিকিৎসক আব্দুল হান্নানের ভুল চিকিৎসার কারণেই শিশু আনিচুর রহমানের মৃত্যু হয়েছে।

পল্লী চিকিৎসক আব্দুল হান্নান জানান, শিশুটির সামান্য পাতলা পায়খানা জনিত রোগের চিকিৎসা দেওয়া হয়েছিলো। আমি তাকে টোজা ও ইরোমাইসিন দিয়েছিলাম। তবে শিশুটির যশোরে চিকিৎসা চলছিলো। মাত্র দুইদিনের সামান্য ডায়রিয়াতে এন্টিবায়োটিক দেওয়া হলো জানতে চাইলে পল্লী চিকিৎসক আব্দুল হান্নান জানান, এটি দেওয়া যায়। সাথে খাবার স্যালাইন খাওয়াতে বলা হয়েছিলো।

এদিকে শিশুটির মৃত্যুর পর পল্লী চিকিৎসক দোকান বন্ধ করে বিষয়টি মিমাংসার জন্য এলাকার নেতাদের কাছে তদবির শুরু করেছেন।

তবে পরিবার জানিয়েছে এখনও থানায় বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো অভিযোগ দেয়নি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //