ময়মনসিংহের ফুলপুরে মো. শ্যামল (২৭) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার আলোকদি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শ্যামল ওই গ্রামের হযরত আলীর ছেলে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত শ্যামল বালু ব্যবসায়ী। ঘটনার দিন সন্ধ্যার দিকে নিজ বাড়ি থেকে স্থানীয় বাবুল মিয়ার চায়ের দোকানের দিকে আসছিলেন। দোকানের কাছে আসতেই দুর্বৃত্তরা কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, কে বা কারা, কি কারণে শ্যামলকে কুপিয়ে হত্যা করেছে। তা জানতে তদন্ত চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ময়মনসিংহ কুপিয়ে হত্যা ফুলপুর উপজেলা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh