চুয়াডাঙ্গায় জেলা জামায়াতের আমীরসহ গ্রেপ্তার ৬

চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর জেলা আমীর অ্যাডভোকেট রুহুল আমিনসহ ছয় নেতাকর্মী ও এক সাংবাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে মাইক্রোবাসযোগে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় শহরের শহীদ হাসান চত্বর থেকে তাদের গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানায় নেওয়া হয়। এদিন সন্ধ্যা ৬ টার পর তাদেরকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের আব্দুর খালেকের ছেলে জেলা জামায়াত ইসলামীর আমীর অ্যাডভোকেট রুহুল আমীন (৪৫), জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে চুয়াডাঙ্গা পৌর জামায়াত ইসলামীর আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম (৩৯), দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের আজিজুল হকের ছেলে জামায়াত ইসলামী কর্মী মহাসিন আলী (২৬), দামুড়হুদা উপজেলার দর্শনা ফুলবাড়ীর শহিদুল ইসলামের ছেলে সাবেক জেলা শিবিরের সেক্রেটারি হুমায়ুন কবির (২৭), দর্শনা পৌর এলাকার ইসলাম বাজারের মরহুম ইউসুফ আলীর ছেলে দৈনিক সংগ্রাম পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ (৪২) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছী এলাকার আবু জাফরের ছেলে মাইক্রোবাস চালক মিনারুল ইসলাম (২৯)।

চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল জানান, দুপুরে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তারা মাইক্রোবাসযোগে যাচ্ছিল। এসময় পুলিশ তাদের গতিরোধ করে সদর থানায় নিয়ে যায় এবং গ্রেপ্তার দেখায়।

চুয়াডাঙ্গা কোর্ট পুলিশ এএসআই নাসির উদ্দিন মৃধা জানান, ২০২৩ সালের ২৬ মে চুয়াডাঙ্গা সদর থানার ১৩ নম্বর এফআইআরে জিআর-১০৫ তাদেরকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //