যশোরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

যশোরের অভয়নগরে পাথালিয়া গ্রামের গৃহবধূ মনজুরা বেগম হত্যা মামলায় স্বামী সেলিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত।

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) অতিরিক্ত দায়রা-৩ আদালতে জজ তাজুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সেলিম পাথালিয়া গ্রামের মৃত আব্দুর রহমান বিশ্বাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি মো. আসাদুজ্জামান।

মামলার অভিযোগে জানা গেছে, ২০০৬ সালের ৬ মে সেলিমের সাথে মনজুরা বেগমের বিয়ে হয়। এক সন্তানের জন্মের পর তাদের মধ্যে বিচ্ছেদ হয়। এরপর সেলিম একই গ্রামের রিক্তা নামের এক মেয়েকে বিয়ে করেন। দীর্ঘ ৬ বছর পর সেলিম পুনরায় মনজুরা বেগমকে বিয়ে করেন। এতে ক্ষিপ্ত হয়ে দ্বিতীয় স্ত্রী রিক্তা পিতার বাড়ি চলে যান। এরপর সেলিমের বিরুদ্ধে আদালতে মামলা করেন রিক্তা। এসব বিষয় নিয়ে সেলিম ও মনজুরার মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ২০০৬ সালের ৬ মে সেলিম তার স্ত্রী মনজুরাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেন। সকালে স্থানীরা পুকুর থেকে লাশ উদ্ধার করে। সেলিশ তখন প্রচার করেন মনজুরা আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় অভয়নগরের পায়রা গ্রামের বাসিন্দা নিহতের বড় ভাই কবির হোসেন বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেন। হত্যার সাথে জড়িত সন্দেহে সেলিমকে আটক করে। জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় সেলিমকে অভিযুক্ত করে ২০০৭ সালের ৮ মে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই জসিম উদ্দিন। এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে সেলিমের বিরুদ্ধে অভিযুক্ত প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সেলিম কারাগারে আটক আছেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //