লক্ষ্মীপুরের রামগতিতে দুইজনকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত জাকির হোসেন সুমনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে কমলনগর উপজেলার করুনানগর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে আটক করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় ওই ঘাতক তার স্ত্রী রাশেদা বেগম (২২) ও শ্বশুর বাদশা মিয়াকে (৫০) কুপিয়ে হত্যা ও শাশুড়িকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রীর দ্বিতীয় বিয়ের খবর শুনে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে জামাতা জাকির হোসেন সুমন। এসময় শাশুড়িকে কোপানো হয়। গতকাল বুধবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। তারপর থেকে পলাতক রয়েছে জাকির হোসেন সুমন।
অভিযুক্ত জাকির হোসেন সুমন লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার এলাকার জয়নাল আবেদিনের ছেলে ও নিহত রাশেদা রামগতি উপজেলার চরবাদামের চরকলাকোপা এলাকার বাদশা মিয়ার মেয়ে।
রামগতি থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যন্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন বলেন, স্ত্রী ও শ্বশুরকে হত্যার দায়ে সুমনকে আটক করা হয়েছে। এসময় তার দেওয়া তথ্য মতে হত্যার সময় ব্যবহৃত সরঞ্জাম একটি পুকুর থেকে উদ্ধার করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : লক্ষ্মীপুর হত্যা আটক রামগাতি উপজেলা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh