হবিগঞ্জে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ জেলার মাধবপুরে খাবারে ক্ষতিকারক কেমিক্যাল মেশানো ও ওজনে কারসাজির অপরাধে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা অভিযান পরিচালনা করে ওই পরিমাণ জরিমানা আদায় করেন।

সন্ধ্যা ৭টায় দেবানন্দ সিনহা জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ছাতিয়ান বাজারে অভিযানকালে মিষ্টির দোকানে মানবদেহের জন্য ক্ষতিকারক কেমিক্যাল মেশোনো ও মিষ্টির খালি প্যাকেটে অতিরিক্ত ওজনের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করে দুই শতাধিক মিষ্টির প্যাকেট আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

পরে একই বাজারে মূল্য তালিকা না থাকা ও বিএসটিআই’র অনুমোদনহীন পণ্য সংরক্ষণ এবং বিক্রির অপরাধে ৩টি মুদি দোকান মালিককে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সাকিব হোসাইন ও ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //