জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি মামুনুর রশীদ জোয়ার্দারের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নিজ বাসভবনে এ মতবিনিময় করেন।
সাবেক এমপি মামুনুর রশীদ জোয়ার্দার এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। মহাদান ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান মাস্টার মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওনা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ডা. নজরুল ইসলাম, ডোয়াইল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ হানিফ খাঁ, তিতপল্লা ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ডা. শফিকুল ইসলাম, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, ছাত্রসমাজ কেন্দ্রীয় সদস্য রাইসুল ইসলাম তনু, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মুরাদ মাহমুদ সরকার প্রমুখ।
মতবিনিময় সভায় সাবেক এমপি মামুনুর রশীদ জোয়ার্দার বলেন, তিনি এমপি থাকাকালীন তার নির্বাচনী এলাকায় ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন, আড়াই কোটি টাকা ব্যয়ে বেলটিয়া-পপুলার মহাসড়ক নির্মাণের প্রক্রিয়াকরণ, ২০০ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী রক্ষা বাঁধ নির্মাণ, সাড়ে ৪০০ কোটি টাকা ব্যয়ে ঝিনাই নদী খনন প্রকল্পের উদ্যোগ, বিলাসবহুল আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন চালুর সার্বিক প্রস্তুতি গ্রহণসহ প্রায় দুই হাজার কোটি টাকার উন্নয়ন করা হয়েছে। যা বর্তমান সময়ে দৃশ্যমান হচ্ছে এবং জনগণ উপকার ভোগ করছে।
তিনি আরো বলেন, জাতীয় পার্টি গণতান্ত্রিক ও নির্বাচনমুখী দল। অতীতের চেয়ে জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা ভালো। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সার্বিক প্রস্তুতি চলছে এবং তিনি দলের মনোনয়ন প্রত্যাশায় কাজ করছেন বলেও জানান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : জামালপুর জাতীয় পার্টি সরিষাবাড়ী উপজেলা রাজনীতি
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh