প্রতীক্ষার ১০ বছর পর আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সম্মেলন। সম্মেলনের আয়োজন করায় জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। এদিকে সম্মেলনকে ঘিরে প্রবীণ নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক পড়েছে। গত এক মাসে প্রবীণ নবীন মিলে অর্ধশতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।
পৌর জাতীয় পার্টির সদস্য সচিব রবিউল ইসলাম আউয়াল, জেলা জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব জাহাঙ্গীর আলম রাজু, পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের জাতীয় তরুণ পার্টির সাধারণ সম্পাদক লিটন চন্দ্র রায়, একই ওয়ার্ডের সহ-সভাপতি শাহিনুর ইসলাম ও একই ওয়ার্ডের ৩৫ জনসহ মোট অর্ধশতাধিক নেতাকর্মী এক সঙ্গে পদত্যাগ করেন।
নেতাকর্মীদের পদত্যাগের একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যে কারণে জাতীয় পার্টিকে নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে নতুন করে।
এ বিষয়ে সদ্য পদত্যাগ করা পৌর জাতীয় পার্টির সদস্য সচিব রবিউল ইসলাম আউয়াল জানান, ‘দীর্ঘদিন থেকে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু এখানে নেতা-কর্মীদের কোনো মূল্যায়ন নেই। তাছাড়া দলের সদস্য সচিবের একক আধিপত্য বিস্তারের কারণে কোনো নেতাকর্মী দাম পায় না। তিনি যা করবেন তাই। আমাদের কথার কোনো মূল্যায়ন নাই। তাই আমি এ সিদ্ধান্ত নিয়েছি।’
পদত্যাগকৃত নেতাকর্মীদের ধারণা, তাদের মতো আরো বহু নেতাকর্মী দল থেকে সরে দাঁড়াবেন। তবে এমনটি মনে করেন না পৌর জাতীয় পার্টির আহবায়ক আলমগীর হোসেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন না করা, সরকারি প্রজেক্ট বরাদ্দে জেলা জাতীয় পার্টির সদস্য সচিবের একক আধিপত্যে নেতাকর্মীরা আলমগীর হোসেনের প্রতি ক্ষুব্ধ। এ কারণেই সম্মেলনের আগে তারা পদত্যাগ করছেন। প্রবীণ নেতাকর্মীরা প্রকাশ করেছেন পদত্যাগের মাধ্যমে। নির্বাচনের আগে নেতাকর্মীদের গণপদত্যাগ ভোটের মাঠে জাতীয় পার্টিতে প্রভাব ফেলবে বলে ধারণা স্থানীয় রাজনীতিবিদদের।
তবে জেলা জাতীয় পার্টির বর্তমান নেতাকর্মীরা সাফ জানিয়ে দেন, ‘যারা পদত্যাগ করছে তারা কোনো পদে নেই। ফলে তাদের পদত্যাগ দলের ওপর কোনো প্রভাব ফেলবে না।’
এদিকে সম্মেলন স্থান শহরের রেলওয়ে অফিসার্স ক্লাব স্কুল মাঠ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মো. কাদের এমপি, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। উপস্থিত হয়েছেন পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপি, পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।
লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক এ সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নেই কোনো প্রতিদ্বন্দ্বী। ফলে সভাপতি জিএম কাদের পত্নী হিসাবে শেরিফা কাদের এমপি এবং সম্পাদক হিসেবে আসছেন জাহিদ হাসান লিমন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh