নেত্রকোণায় ক্লাইমেট স্মার্ট শেডের উদ্বোধন

নেত্রকোণা সদর উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতাধীন সিংহের বাংলা ইউনিয়নে দিগলা গ্রামে এবং আমতলা ইউনিয়নের বলনিয়া গ্রামে দেশী মুরগী ও ছাগলের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ক্লাইমেট স্মার্ট  শেড নির্মাণ করা হয়েছে।

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সিংহের বাংলা পারিবারিক মুরগী পালনকারী দলের ২৯ জন এবং বলনিয়া গ্রামের ৩৫ জন পিজি সদস্যদের মাঝে এই ক্লাইমেট স্মার্ট শেড হস্তান্তর করা হয়েছে এবং ৩৫টি ছাগলের শেড নির্মাণাধীন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তত্ত্বাবধানে ও এলডিডিপি প্রকল্পের আওতায় সিংহের বাংলা ইউনিয়নের দিগলা গ্রামে এবং আমতলার বলনিয়া গ্রামে দেশী মুরগীর মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট ৬৪ মুরগীর টি-শেড নির্মাণ করা হয়েছে এবং ৩৫টি ছাগলের শেড নির্মাণাধীন। মুরগীর প্রতিটি শেডে ২০-২৫টি মুরগী পালন করা যাবে এবং প্রতিটি ছাগলের শেডে ১০-২০টি ছাগল পালন করা যাবে। এতে করে পরিবেশ বান্ধব শেডে মুরগী ও ছাগল পালনে রোগ বালাই কমবে, ফলে ছাগল ও মুরগীর উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। দেশী মুরগী হতে উৎপাদিত ডিম ও মাংস পারিবারিক পুষ্টি চাহিদা মেটাবে এবং গ্রামীণ নারীদের ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা পালন করবে। গত আগস্ট মাসে ঘরের নির্মাণ কাজ শুরু হলেও সেপ্টেম্বর মাসে নির্মাণ কাজ শেষ হয়েছে।

নির্মাণ কাজ শেষ হওয়ার পর ঘরগুলো হস্তান্তর এবং প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লায়লা ইয়াসমিন, সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আহসান সুমন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা তানভীর আহমেদ, প্রাণীসম্পদ ফিল্ড এ্যাসিস্ট্যান্ট অয়ন দত্ত মজুমদার সহ এলএফএ এবং এলএসপি প্রমুখ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লায়লা ইয়াসমিন জানান, ছাগল ও মুরগীর জন্য আধুনিক বাসস্থান পরিচর্যার ক্ষেত্রে যেমন সুফল বয়ে আনবে তেমনি রোগ বালাই নির্মূলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ক্লাইমেট শেড বিতরণে খামারীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। 

এছাড়াও হাওড় অঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী ছাগল পালনকারী খামারীদের মাঝে রাজুর বাজার কলজিয়েট স্কুলে তিন দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //