লাখ টাকায় বিক্রি হওয়া শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মাকবুল হাসান নামে আড়াই বছরের এক শিশুকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগে বাবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন- শিশুর বাবা ছালেনুর (৩৫), মনফর আলী (৪৫), রমাই মিয়া (৫৫) ও লাকি আক্তার(৩৮)। 

পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বিক্রি হওয়া শিশুর মা মাফিয়া বেগমের অভিযোগের ভিত্তিতে ছালেনুর ও মনফরকে আটক করে পুলিশ৷ তাদের জিজ্ঞাসাবাদের পর অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ৷ 

পুলিশ আরও জানায়, মাফিয়ার সাথে ছালেনুরের অনেকদিন যাবৎ মনমালিন্য চলছে৷ তাদের মধ্যে বনিবনা না হওয়ায় তিনি তার বাবার বাড়ি পাথারিয়া ইউনিয়নের বাবনিয়া গ্রামের অবস্থান করছেন। এরই মধ্যে ছালেনুর একদিন এসে বলেন, তার মা অসুস্থ, তার দুই সন্তানকে দেখতে চান। এই বলে দুই সন্তানকে নিয়ে যান। কিছুদিন পর মাফিয়া সন্তানদের কথা জিজ্ঞেস করলে তিনি জানান সন্তানরা তার মায়ের সাথে ঢাকায় আছে। পরে মাফিয়া তার শ্বশুর বাড়িতে যোগাযোগ করে জানতে পাড়েন, শুধু বড় ছেলে সেখানে আছে ছোট ছেলেকে বিক্রি করে দেয়া হয়েছে৷ পরে তিনি থানার অভিযোগ করেন।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই বিশেষ অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা৷ গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //