রাঙ্গামাটিতে হিজড়াদের সঙ্গে লিগ্যাল এইড অফিসের মতবিনিময়

রাঙ্গামাটিতে ট্রান্সজেন্ডার, হিজড়া, লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তি এবং আইনি সেবাগ্রহণ নিশ্চিত করতে মতবিনিময় সভা করেছে জেলা লিগ্যাল এইড অফিস।

আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) জেলা লিগ্যাল এইড অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ হিজড়াদের ওপর চলমান সামাজিক বিভিন্ন নির্যাতন-নিপীড়নের ঘটনা শুনেন। হিজড়া নেতা নয়ন তারা নিজ জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাপনে তাদের চরম অসহায়ত্বের কথা তুলে ধরেন।

মতবিনিময় সভায় জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদ সরকারি খরচে আইনগত সহায়তার বিষয়ে লিগ্যাল এইড অফিসের সেবার কথা তুলে ধরেন এবং হিজড়ারা বেআইনি নির্যাতনের শিকার হলে লিগ্যাল এইড অফিসের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।

সভায় রাঙ্গামাটির হিজড়া জনগোষ্ঠীর পক্ষ থেকে নয়ন তারা, রোজা মনি, পলক, নিশানি, ঝুমু, ঝিলিক দিলরুবা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //