রোডমার্চে প্রতীকী ‘কারাবন্দি খালেদা জিয়া’

ছোট্ট শিশু হুমায়ারা জান্নাত প্রার্থনা। পড়ে তৃতীয় শ্রেণিতে। তিনি ব্যতিক্রমী সাজ সেজে সবার নজর কেড়েছেন। তিনি আজ ঝিনাইদহ থেকে বিএনপির যে রোডমার্চ শুরু হয়েছে তাতে ‘কারাবন্দি খালেদা জিয়া’ সেজে সবার দৃষ্টিগোচরে আসেন। শাড়ি পরিহিত জান্নাতের হাতে রয়েছে ধানের শীষের ছড়া। তিনি প্রতীকী জেলে চেয়ারে বসে আছেন। কিছুসময় পর পর সাধারণ মানুষকে লক্ষ্য করে হাত নাড়ছেন। এ দৃশ্য একনজর দেখতে বিএনপিসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। 

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপি নেতা হামিদুর রহমান হামিদসহ তার পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছে একই পিকআপ ভ্যানে।


চুয়াডাঙ্গা থেকে আসা বিএনপির এক কর্মী সালাম মন্ডল জানান, এটি বিস্ময়কর প্রতিবাদ। আমি দেখে মুগ্ধ হয়েছি।

এ ব্যাপারে বিএনপি নেতা ও বাবা হামিদুর রহমান হামিদ জানান, দেশের সবাই জানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। তাকে বিনা দোষে বছরের পর বছর আটকে রাখা হয়েছে। তিনি যদি সুস্থ থাকতেন ও অন্যায়ভাবে কারাবন্দি না হতেন তবে তিনি অবশ্যই এখানে আজকের রোডমার্চে অংশ নিতেন । তাই  বেগম খালেদা জিয়া স্ব-শরীরে না থাকলেও প্রতীকীভাবেই তাকে উপস্থিত রাখা হয়েছে এই রোডমার্চের বহরে।


সকালে ঝিনাইদহ থেকে খুলনামুখী রওনা হওয়া রোডমার্চে প্রতীকী কারাগারের দেওয়ালে বেগম জিয়ার মুক্তির দাবিও লিখে রাখা হয়েছে।

হুমায়ারা জান্নাত প্রার্থনা জানান, আমি খালেদা জিয়াকে ভালোবাসি। আমি বিএনপিকে ভালোবাসি। গণতন্ত্র পুনরুদ্ধারে  দেশনেত্রীকে যেভাবে দিনের পর দিন, বছরের পর বছর কারাবন্দি রয়েছেন। তার সু-চিকিৎসার প্রয়োজনে তাকে বিদেশে যেতে দিচ্ছেন না। তাই আমি প্রতীকী খালেদা জিয়া সেজে দেশের বর্তমান পরিস্থিতি মানুষকে জানাতে এসেছি।


রোডমার্চের বহরটি ঝিনাইদহ থেকে মাগুরা-যশোর হয়ে খুলনার উদ্দেশ্যে যাত্রা করেছে। এই রোডমার্চের নেতৃত্বে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //