ক্যাডার কম্পোজিশন সুরক্ষা, স্কেল আপগ্রেডেশন, আন্তঃপদসৃজন, পদোন্নতি, ক্যাডার বৈষম্য নিরসনসহ ন্যায্য দাবিসমূহ বাস্তবায়নের দাবিতে শেরপুরে সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর সরকারী কলেজের শিক্ষক মিলনায়তনে শেরপুর জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া।
অনুষ্ঠানে জেলা কমিটির সভাপতি অধ্যাপক আলিফউল্লাহ আহসানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রধান অতিথি শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রশীদ, নাজমুল স্মৃতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রউফ, কেন্দ্রিয় নেতা কাজী হাছানুজ্জামান প্রমুখ।
এসময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শেরপুর জেলা কমিটির বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh