নেত্রকোণায় ১১০ বোতল ভারতীয় মদসহ দুই চোরাকারবারী আটক

নেত্রকোণায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ জেলার পূর্বধলায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ১১০ বোতল ভারতীয় মদসহ দুই চোরাকারবারীকে আটক করেছে।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফুর রহমান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হারুন অর রশিদের দিক নির্দেশনায় এবং ওসি, ডিবি (পশ্চিম) মোহাম্মদ শাহনূর আলমের নেতৃত্বে এস. আই সঞ্জয় সরকার, এ. এস. আই মো. মফিজুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে আজ বুধবার (৪ অক্টোবর) দুপুরের দিকে জেলার পূর্বধলা উপজেলার চৌরাস্তার ইলাশপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১১০ বোতল ভারতীয় মদসহ দুই চোরাকারবারীকে আটক করে। 

আটককৃত চোরাকারবারীরা হলেন- নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার চন্ডীগড় গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. মাহফুজুল ইসলাম (২২) এবং পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নারায়ণ ডহর গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে মো. বোরহান উদ্দিন (৩৮)।

এ ব্যাপারে ডিবির এস. আই সঞ্জয় সরকার বাদী হয়ে আটককৃত চোরাকারবারীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। শীঘ্রই আদালতে সোপর্দ করা হবে বলে জানান ডিবি। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //