লক্ষ্মীপুরে হত্যা মামলায় গ্রেপ্তার ৪

লক্ষ্মীপুরে সুপারি পাড়তে বাধা দেয়ায় নুর নবী বকুল (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ শনিবার (৭ অক্টোবর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে অভিযুক্ত বাবুলকে শুক্রবার (৬ অক্টোবর) রাতে রায়পুর উপজেলার রাখালিয়া এলাকা থেকে র‌্যাব-১১ সদস্যরা গ্রেপ্তার করেন। পরে রাতে তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অন্য তিন আসামি জিহাদ, আব্দুল্লাহ ও হামিদকে একইদিন দুপুরে মহাদেবপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত নুরনবী মহাদেবপুর গ্রামের অজি উল্যা মাস্টারের ছেলে ও পেশায় একজন কৃষক।

গ্রেপ্তারকৃতরা হলেন- আশরাফুর রহমান বাবুল (৫০), তার ছেলে জিহাদ হোসেন (২১), আব্দুল্লাহ (২৪) ও বাবুলের ভাই হামিদ (২০)। তারা সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আলী রাজা পাটওয়ারী বাড়ির বাসিন্দা।

নিহতের স্বজন সবুজ ও স্থানীয় কয়েকজন জানান, আশরাফুর রহমান বাবুলসহ অন্য আসামিরা তাদের বাড়ির মসজিদের ওয়াকফ্কৃত জমির নারিকেল-সুপারি ও পুকুরের মাছ নিতে গেলে বাধা দেন নুরনবী। এ নিয়ে দীর্ঘদিন তাদেও বিরোধ চলছে। শুক্রবার সকালে বাবুলরা ওই জমি থেকে সুপারি পাড়ছিল। এতে বাধা দিলে নুরনবীর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা বকুলকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন বকুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে রাতেই নুরনবীর ভাই ইসমাইল হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন বলেন, নুরনবীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //