ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের দাবিতে ইন্ট্রাকো কোম্পানির বেজ স্টেশন ঘেরাও করবে ‘ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন’।
আগামী ৩১ অক্টোবর সংগঠনের দক্ষিণাঞ্চলের ৯ জেলার নেতা-কর্মীরা ওই কার্যালয় ঘেরাও করবে। একই দিন ইন্ট্রাকোর সাথে চুক্তি বাতিল করে ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের দাবিতে সমাবেশ করবে তারা।
আজ শনিবার (৭ অক্টোবর) বেলা ১১টায় নগরীর ফকিরবাড়ি রোডে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ বরিশাল জেলা কার্যালয়ে ‘ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের প্রতিনিধি সভায় এই সিদ্ধান্ত এবং কর্মসূচি ঘোষণা করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও বরিশাল বিভাগীয় নাগরিক আন্দোলনের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর সঞ্চালনায় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন- ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনের ভোলা জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান, বরিশাল জেলা শাখার আহবায়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজিজ খোকন, পটুয়াখালী জেলার আহবায়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি জেলা শাখার সভাপতি মোতালেব মোল্লা, বরগুনা জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট আনিসুর রহমান, ঝালকাঠি জেলা শাখার আহবায়ক ও সিপিবি জেলা শাখার সভাপতি প্রশান্ত দাস হরি, গোপালগঞ্জ জেলা শাখার সংগঠক ও বাসদ জেলা শাখার সংগঠক অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালি, ভোলা জেলার সদস্য সচিব এসএম বাহাউদ্দীন, বরিশাল জেলা শাখার সদস্য ও সিপিবি জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন শিকদার, বাসদ উজিরপুর উপজেলা সংগঠক মঞ্জুর মোর্শেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নে ভোলার গ্যাস ২৮ বছরেও ব্যবহৃত হয়নি। অথচ ইন্ট্রাকো কোম্পানির সাথে চুক্তি করে সরকার এই গ্যাস অন্যত্র সরবরাহের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে।
তারা বলেন, দক্ষিণাঞ্চলকে বঞ্চিত করে ভোলার গ্যাস অন্যত্র সরবরাহের এই অপচুক্তি বাতিল করতে হবে। পাশাপাশি ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের আবাসিক এবং ব্যবসায়ী উন্নয়নে ব্যবহার করতে হবে।
এই দাবি আদায়ে বরিশাল বিভাগের ৬টিসহ দক্ষিণাঞ্চলের ৯টি জেলার সমন্বয়ে আন্দোলন করছে ‘ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন’।
ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আগামী ৩১ অক্টোবর ভোলায় ৯ জেলার অংশগ্রহণে সমাবেশ ও ইন্ট্রাকো বেজ স্টেশন ঘেরাও করা হবে। এ কর্মসূচি সফল করতে দক্ষিণাঞ্চলের সকল শ্রেণি-পেশার নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন নাগরিক আন্দোলনের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বরিশাল ইন্ট্রাকো কার্যালয় নাগরিক আন্দোলন ভোলা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh