ধামরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হলেন সাম্প্রতিক দেশকালের সৈকত

ধামরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৪-২০২৫) নির্বাচনে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ তুষার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাম্প্রতিক দেশকালের জেলা প্রতিনিধি শওকত হোসেন সৈকত।

আজ শনিবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় ধামরাই প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এপিপি মো. খলিলুর রহমান মুখর এ ফলাফল ঘোষণা করেন।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাবের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট নয়টি পদের জন্য ১৬ জন‌ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩১টি। 

সভাপতি হিসেবে মাই টিভির ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষার পেয়েছেন ১৭ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কালের কণ্ঠের আবু হাসান পেয়েছেন ১৪ ভোট।

সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত আমার সংবাদের আব্দুল কাদের পেয়েছেন ২৩ ভোট। প্রতিদ্বন্দ্বী দৈনিক ইনকিলাবের ধামরাই প্রতিনিধি আনিস উজ জামান স্বপন পেয়েছেন আট ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত সাম্প্রতিক দেশকাল ও আলোকিত বাংলাদেশের শওকত হোসেন সৈকত পেয়েছেন ২০ ভোট, প্রতিদ্বন্দ্বী মোহনা টেলিভিশনের ধামরাই প্রতিনিধি আব্দুল আহাদ বাবু পেয়েছেন ১১ ভোট।

সহ সভাপতি হিসাবে নির্বাচিত এশিয়ান টিভির মোস্তাফিজুর রহমান বকুল ১৬ ভোট এবং প্রতিদ্বন্দ্বী নয়া শতাব্দীর চৌধুরী গোলাম কিবরিয়া স্বপন ১৫ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত দৈনিক খবরপত্রের মো. ওয়াসিম ১৮ ভোট প্রতিদ্বন্দ্বী আজকের বসুন্ধরার সারোয়ার হোসেন পেয়েছেন ১৩ ভোট।

অর্থ সম্পাদক পদে নির্বাচিত আনন্দ টিভির মোহাম্মদ মাসুদ সরদার ২৩ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী গণকন্ঠের মঞ্জুর রহমান পেয়েছেন আট ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশের খবরের মো. মনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য খবরের আলোর জাকির হোসেন ৩০ ভোট, ভোরের পাতার আব্দুল হালিম ২০ ভোটে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মিলন সিদ্দিকী ১২ ভোট পেয়ে পরাজিত হন।

নির্বাচনের প্রধান সমন্বয়কারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. বাবুল হোসেন নব নির্বাচিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা আশা করছি নির্বাচিত সকল নেতৃবৃন্দ প্রেস ক্লাবের উন্নয়ন, সকল সদস্যদের পরস্পরের সহযোগী হিসেবে কাজ করবে। নির্বাচনে সকল সাংবাদিক, উপজেলা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিসহ সকলের সহযোগিতায় এমন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //