পরীক্ষায় অসদুপায় অবলম্বনে বাধা দেওয়ায় শিক্ষককে চড়

দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিনের ছেলে সাইফুল আমিন শীর্ষ পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বন করছিল। সেই কাজে বাধা দেওয়ায় ওই শ্রেণীকক্ষে দায়িত্বরত বাংলা বিভাগের সহকারী শিক্ষক হাফিজুর রহমানের দুই গালে চড় মেরে পালিয়ে যায় সাইফুল।

গতকাল রবিবার (৮ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটে এ ঘটনা ঘটলেও উল্লেখিত চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সফিয়ার রহমান থানায় এ সংক্রান্ত অভিযোগপত্র দেন ওইদিন রাতের বেলায়।

অভিযোগপত্রে প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের ১১২ নম্বর কক্ষে এসএসসি নির্বাচনী পরীক্ষার দায়িত্ব পালন করছিলেন সহকারী শিক্ষক হাফিজুর রহমান। পরীক্ষা চলাকালীন এ বিদ্যালয়ের প্রভাতী শাখার দশম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী সাইফুল আমিন শীর্ষ পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এমতাবস্থায় দায়িত্বরত শিক্ষক বাধা প্রদান করায় ওই শিক্ষার্থী শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, উক্ত পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার সময় অসদুপায় অবলম্বন করলে তার খাতাটি দায়িত্বরত শিক্ষক কেড়ে নেন। এরপর তাকে শিক্ষকের সঙ্গে কথা বলতে দেখা যায়। সে সময় শিক্ষক তাকে দুই কাঁধ চাপ দিয়ে আসনে বসিয়ে দেন। তারপর শিক্ষার্থী শীর্ষ নিজের আসন থেকে উঠে গিয়ে পিছনে হাত রেখে ওই শিক্ষকের মুখোমুখি দাঁড়ায়। সেই সময় কথা বলার পরপরই সে শিক্ষকের দুই গালে চড় মেরে পালিয়ে যায়। এরপর লাঞ্ছিত শিক্ষক খাতা নিয়ে শ্রেণীকক্ষ থেকে বের হয়ে যান।

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সফিয়ার রহমান এ প্রতিবেদককে জানান, ঘটনার পর বিদ্যালয়ের সভাপতি জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সাথে বিষয়টি নিয়ে কথা বললে তিনি থানায় অভিযোগপত্র দিতে পরামর্শ দেন। সেই মোতাবেক অভিযোগপত্র দেওয়া হয়েছে। শিক্ষককে চড় মেরে ছাত্রটি গর্হিত অপরাধ করেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ওই ছাত্রের ছাত্রত্ব রাখবে কি না এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক আক্ষেপ করে বলেন, শিক্ষকের হাত থেকে যেদিন বেত কেড়ে নেওয়া হয়েছে, সেদিন থেকেই এ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। এটা তারই প্রতিফলন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //