গার্মেন্টস শ্রমিকদের মজুরি ২৩ হাজার টাকা দাবিতে মানববন্ধন

সাভারে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন।

আজ সোমবার (১০ অক্টোবর) দুপুরে সাভারের রানা প্লাজার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পোশাক শ্রমিকদের কষ্টের কথা তুলে ধরে অবিলম্বে ন্যূনতম ২৩ হাজার টাকা এবং বেসিক ৬৫ শতাংশ মজুরি ঘোষণার দাবি জানান। 

এছাড়াও শ্রমিক নেতারা পোশাক শ্রমিকদের বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ, ৫ টি গ্রেডে মজুরি নির্ধারণ, অভিজ্ঞ অপারেটরদের জন্য ২৮ হাজার ৫০০ টাকা, জুনিয়র অপারেটরদের জন্য ২৬ হাজার টাকা এবং পাঁচ নাম্বার গ্রেটে হেলপারদের জন্য ২৩ হাজার টাকা মজুরি নির্ধারণ, ন্যায্য মূল্যের রেশনিং চালু ও শিল্পাঞ্চলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ, নারী ও শিশু নিরাপত্তা, শিক্ষা, ডে-কেয়ার সেন্টার ব্যবস্থা, আবাসন নির্মাণ, নারী শ্রমিকদের মাতৃত্ব কল্যাণ ছুটি ছয় মাস আইন পাস করা, ইপিজেডকে শ্রম আইনের অন্তর্ভুক্ত এবং অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার শ্রম আইন নিশ্চিত করা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শ্রম আদালতে দায়ের করা মামলা ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তি, কর্মস্থলে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এসময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সিপিডি নামক গবেষণা প্রতিষ্ঠান এক এক সময় এক এক গবেষণা প্রকাশ করছেন সর্বশেষ মজুরি বোর্ডের তিনটি সভার পরে সিপিডির গবেষণা যে মজুরি কথা প্রকাশ করেছেন তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন শ্রমিক নেতারা। এসময় তারা অভিযোগ করে বলেন সিপিডি এখন মালিকদের এজেন্ডা বাস্তবায়ন করছেন তার যার জবাব শ্রমিকরা দিবে বলে হুশিয়ারি করেন।

এসময় বক্তারা আরো বলেন, সাভারের হেমায়েতপুরে অবস্থিত ডার্ড গ্রুপের দীপ্ত অ্যাপারেল, গাজীপুরে অবস্থিত ডার্ড টেক্সটাইল কম্পোজিট লিমিটেড, এবং স্টাইল ক্রাফট লিমিটেডের শ্রম অসন্তোষ দীর্ঘদিন ধরে চলমান তার সুষ্ঠু সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

এসময় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সুমাইয়া ইসলাম, গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা সারোয়ার হোসেন, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কামরুন নাহার, সহ-সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, পারভীন আক্তার, আবু কালাম, আলী আকবর খান রমজান, মো. আতিকুর রহমান সুমন, রুমাসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা বক্তব্য রাখেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //