ঝিনাইদহে অস্ত্র মামলায় শিবির নেতার ২৪ বছর কারাদণ্ড

ঝিনাইদহের অস্ত্র মামলায় আকরাম হোসেন নামের এক শিবির নেতার ২৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ সোমবার (৯ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আকরাম হোসেন জেলার কোটচাদপুর উপজেলার এড়েন্দা গ্রামের আলম বিশ্বাসের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১১ জুলাই কোটচাদপুর উপজেলার দয়ারামপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে কিছু সংখ্যক জঙ্গি নাশকতামূলক কার্যক্রমের জন্য অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত হয়ে সংঘবদ্ধ হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে আকরাম হোসেন নামের এক শিবির নেতাকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক মাদ্রাসার টয়লেটের ছাদ থেকে ১টি দেশি তৈরি লোহার শোর্টারগান ও ১০ রাউন্ড গুলিসহ দেশী অস্ত্র উদ্ধার করে। ওই দিনই পুলিশ বাদী হয়ে কোটচাদপুর থানায় ৮ জনের নাম উল্লেখ করে ১৫/২০ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করে। ২০১৬ সালের ১০ আগস্ট চারজন আসামির বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি আকরাম হোসেনকে আদালত ৩টি ধারায় ২৪ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেন। বাকী তিন আসামি সাইফুল্লাহ, সোহাগ আহম্মেদ ও হাসান আল মামুনকে আদালত বেকসুর খালাস প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //