পুঠিয়ায় মৃত কাজির সিল-স্বাক্ষর জাল করে বিয়ে রেজিস্ট্রি

রাজশাহীর পুঠিয়ায় মেহেদী হাসান নামে এক কাজি মারা গেছেন প্রায় সাত মাস আগে। এরপরও তার সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন এলাকায় আবদুল্লাহ নামে এক ব্যক্তি বিয়ে রেজিস্ট্রি করছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে নানা আলোচনা শুরু হয়। এদিকে তার মাধ্যমে রেজিস্ট্রেশন করিয়ে অনেকেই বিয়ের বৈধতা নিয়ে সংশয়ে পড়েছেন।

পুঠিয়া সদর ইউনিয়নের আমিন হালদার জানান, দুই মাস আগে আবদুল্লাহর মাধ্যমে রেজিস্ট্রি করিয়ে ছেলের বিয়ে দিয়েছেন। বিষয়টি জানান পর গত সপ্তাহে ফের স্থানীয় কাজি অফিসে গিয়ে বিয়ে রেজিস্ট্রি করিয়েছেন।

মৃত কাজি মেহেদী হাসানের বাবা মোমিন মৌলভী জানান, বিয়ের মতো একটি পবিত্র বিষয় নিয়ে প্রতারণা খুবই দুঃখজনক। তিনি ওই প্রতারককে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

পুঠিয়া পৌরসভার কাজি মাওলানা আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি।

তবে অভিযোগ অস্বীকার করে আবদুল্লাহ বলেন, মেহেদী কাজি বেঁচে থাকতে তার সঙ্গে কাজ করেছি। এখন এ ধরনের কোনো কাজের সঙ্গে জড়িত নই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নুর হোসেন নির্ঝর বলেন, বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //