ময়মনসিংহ হাসপাতালের ৭ দালালের কারাদণ্ড

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের সাত সদস্যকে আটক করেছে র‍্যাব-১৪। পরে তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জামাল উদ্দিনের ছেলে শামছুল আলম (৪১), রঘুনাথ হরিজনের ছেলে বিজয় দাস হরিজন (৪৫), আব্দুল হান্নানের ছেলে তুষার আহমেদ (২৬), আব্দুর রউফের ছেলে রতন মিয়া (৪৭), মৃত মজিবুর রহমানের ছেলে আলাল উদ্দিন (৩২), শহিদ মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৬), হেলাল উদ্দিনের ছেলে মো. পাভেল (২৩)। তারা প্রত্যককেই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এর আগে ওই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে সাত দালালকে আটক করে র‍্যাব-১৪'র সদস্যরা।

ময়মনসিংহ র‍্যাব-১৪'র উপ-উপরিচালক (অপারেশনস্) কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭ জনকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রধান করেছে।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, তারা দীর্ঘদিন যাবত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অসহায় রোগীদের সরকারি ওষুধ দেওয়ার কথা বলে ও উন্নত পরীক্ষা-নিরীক্ষা করিয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিত এবং বিভিন্ন সময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাজে বাঁধা প্রদান করে আসছিল।

তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মো. আনোয়ার হোসেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //