আগামী এক বছরের জন্য নেত্রকোণা মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন করা হয়েছে।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে জেলার গণমাধ্যমকর্মীদের জানানো হয়।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এ কমিটির অনুমোদন দেন।
নেত্রকোণা মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের নবাগত কমিটির সভাপতি আহসানুল হক শিহাব, সাধারণ সম্পাদক মীর সাদ্দাম হোসেন। কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে চারজনকে। তারা হলেন- সাদিয়া রিচা, আব্দুল্লাহ আল মাসুম, দীপ্তি রায়, সিজান খান। যুগ্ম-সাধারণ সম্পাদক দুইজন। তারা হলেন- ফাতেমা মিরিন, আজিজুল হাকিম তৌকির। সাংগঠনিক সম্পাদক চার জন। তারা হলেন- প্রীতম কুমার সেন, ফাহাদ হোসেন, নাবিদ হাসান, তানভীর মাহাতাব রাফি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh