কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গা সদস্য নবী হোসেন গ্রুপের সক্রিয় এক সদস্যকে ১টি বিদেশী পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন টেকনাফ উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ/২ এর বাসিন্দা হোসেন আহমেদের ছেলে হামিদ উল্লাহ (২৫)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদে খবর আসে টেকনাফ হোয়াইক্যং উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রধারী এক রোহিঙ্গা যুবক একটি ঘরে অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম ক্যাম্পের দায়িত্বরত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে ওই যুবক রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয় বলে ওসি জানায়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কক্সবাজার আটক রোহিঙ্গা টেকনাফ উপজেলা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh