ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল ৫টায় চুয়াডাঙ্গার স্থানীয় শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে ওলামা পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন- ওলামা পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সচিব, সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক তুষার ইমরান সরকার ও পৌর ওলামা পরিষদের সভাপতি মুফতি আজিজুল্লাহ।

এরপর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

বক্তারা বলেন, ফিলিস্তিনির ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা অত্যন্ত ন্যক্কারজনক। অবিলম্বে এ হামলা বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //