বগুড়া এয়ারফিল্ডের কাছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
আজ রবিরার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনায় পড়ে। তবে ওই উড়োজাহাজের পাইলটরা সুস্থ আছেন।
উল্লেখ্য, বিমানটিতে পাইলটসহ দুইজন ছিলেন। বিমান বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান কাহালু থানার ওসি মাহমুদ হাসান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বগুড়া বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh