পূর্বধলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

নেত্রকোণার পূর্বধলা উপজেলার গণমাধ্যম কর্মীদের সংগঠন পূর্বধলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আমাদের অর্থনীতির উপজেলা প্রতিনিধি পূর্বধলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য জুলফিকার আলী শাহীনকে সভাপতি ও যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং আজকের আরবানের নির্বাহী সম্পাদক মো. জায়েজুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এই নিয়ে তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। গতকাল শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি নূর আহাম্মদ খান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার (পূর্বধলার দর্পণ), কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন শিমুল (আজকের বাংলাদেশ), দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ খান (আজকালের খবর), প্রচার-প্রকাশনা ও সাহিত্য সম্পাদক সুহাদা মেহজাবিন (আজকের আরবান), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আল মুনসুর (প্রতিদিনের সংবাদ), কার্যনির্বাহী সদস্য আলী আহাম্মদ খান আইয়োব (লেখক ও গবেষক), সৈয়দ আরিফুজ্জামান (আজকের আরবানের প্রকাশক ও সম্পাদক), শফিকুল আলম শাহীন (ইত্তেফাক), গোলাম মোস্তফা (কালেরকণ্ঠ), জাকির আহমেদ খান কামাল, শফিকুজ্জামান শফিক (ইকরা প্রতিদিন), শাহ মোস্তাফিজুর রহমান রাজিব (পূর্বকণ্ঠ), মোহাম্মদ আলী জুয়েল, জিয়াউর রহমান।


এর আগে পূর্বধলা প্রেসক্লাবের বিদায়ী সভাপতি সৈয়দ আরিফুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলামের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


এতে বিদায়ী সভাপতি আজকের আরবান পত্রিকার সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান আগের কমিটির মেয়াদে সকল কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে নতুন নির্বাহী কমিটি ঘোষণা করেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আলী আহম্মদ খান আইয়োব।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //