সেন্টমার্টিন থেকে নিরাপদে ফিরল ৭০০ পর্যটক

কক্সবাজারের সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ ‘বার আউলিয়া’ প্রায় ৭০০ পর্যটক নিয়ে সাগরে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ার অভিযোগ পাওয়া গেছে। তবে বিকাল ৫ টার কিছুক্ষণ পর টেকনাফের দমদমিয়া জেটিঘাটে জাহাজটি পৌঁছায়৷

আজ রবিবার (২২ অক্টোবর) বিকালে সেন্টমার্টিন থেকে ৫ কিলোমিটার দূরে শাহপরীর দ্বীপের কাছাকাছি পৌঁছালে নাফ নদীর ডুবচরে জাহাজটি আটকা পড়ে। এর আগে জাহাজটি যাত্রী নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সেন্টমার্টিনে পৌঁছায়।

সেন্টমার্টিন দ্বীপের ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, বিকেলে দ্বীপ থেকে ফেরার পথে সাগরের মাঝখানে পর্যটকবাহী জাহাজ বার আউলিয়া আটকা থাকতে দেখেছি। তবে কী কারণে জাহাজটি আটকা ছিল তা জানা নেই।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ বার আউলিয়া ইঞ্জিন বিকল হয়ে কিছুক্ষণ আটকা ছিল। পরে এক ইঞ্জিন নিয়ে টেকনাফে রওনা করছে বলে শুনেছি। এর আগে সকালে কেয়ার ক্লোজ অ্যান্ড ডাইন পর্যটকবাহী জাহাজও ইঞ্জিন সমস্যার কারণে সেন্টমার্টিনে নির্ধারিত সময়ের একটু দেরিতে পৌঁছায়।

বারো আউলিয়া জাহাজের পরিচালক হোসাইন বাহাদুর বলেন, জাহাজ ডুবোচরে আটকা পড়ার কোন কারণই নেই। সেন্টমার্টিন থেকে নিয়ম অনুযায়ী ছেড়ে টেকনাফে নির্ধারিত সময়ে পৌঁছায় জাহাজটি৷

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, জাহাজ আটকা পড়ার খবর শুনেছি। তবে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। তবুও বিষয়টি দেখতেছি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //