হাঁসের সাথে শত্রুতা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ধানের সঙ্গে মেশানো বিষ খেয়ে কৃষকদের ৩৬টি হাঁস মরে গেছে। নিখোঁজ রয়েছে আরো ৬৪টি হাঁস। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

আজ সোমবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের উত্তর বাড়াই পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন- ওই গ্রামের শাহিনুর ইসলাম, লতিফা বেগম, মর্জিনা বেগম, সিরাজুল ইসলাম ও নজরুল ইসলাম।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মত সোমবার সকালে হাঁস ছেড়ে দিলে পাশের নিচু জমিতে খাবার খেতে যায়। হাঁসগুলো যাওয়ার সময় একটি পুকুর পাড়ে কে বা কারা ধানের সঙ্গে বিষ মিশিয়ে ফেলে রাখে। পরে ওই বিষ মেশানো ধানগুলো খেয়ে বিষক্রিয়ায় ৩৬টি হাঁস মারা যায়। এসময় নিখোঁজ হয় আরো ৬৪টি হাঁস।

এ ঘটনায় বিকালে শাহিনুর ইসলাম বাদী হয়ে পাশের জমির মালিক আব্দুল মতিন ও আব্দুল আউয়াল নামের দুজনকে অভিযুক্ত করে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে অভিযুক্তদের দাবি তারা এ কাজ করেননি। ক্ষতিগ্রস্তদের সঙ্গে তাদের কোনো শত্রুতাও নেই। 

ক্ষতিগ্রস্তরা জানান, ফসল বা মাছ রক্ষায় নয়, হাঁসগুলো মেরে ফেলতে কেউ ধানের সঙ্গে বিষ মিশিয়ে ফেলে রেখেছিল। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //