ধামরাইয়ে এইচপিভি টিকাদানে সভা অনুষ্ঠিত

ঢাকার ধামরাইয়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৩ সফল করতে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৫ অক্টোবর) ধামরাই উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফাত আরা, ধামরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সেলিম জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান, মেডিক্যাল ডা. আকিব হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজমুন্নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিন আশরাফি প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা বলেন, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা ২০৫১২টি টিকা পেয়েছি, ইতিমধ্যে ১২৯২৪ জনকে টিকা প্রদান করা হয়েছে। এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন সর্বমোট ১৬৪২৩ জন। মাদ্রাসাগুলোতে রেজিস্ট্রেশন করতে একটু জটিলতা হচ্ছে কারণ অনেক মাদ্রাসাছাত্রীদের জন্মনিবন্ধন নেই।

সভায় অন্যান্য বক্তারা টিকাদান সফল করতে প্রতিবন্ধকতা দূর করে টিকাদানে আগ্রহীকরণ নিয়ে আলোচনা করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //