বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ

টানা ৪র্থ দিন গাজীপুরের কালিয়াকৈরে ও কোনাবাড়ীতে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে কয়েক‌টি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল থেকেই  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স‌ফিপুর, মৌচাক, নি‌শ্চিন্তপুর ও তে‌লিরচালা এলাকায় অবরোধ করে রেখেছে শ্রমিকরা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রমিকেরা সর্বনিম্ন মূল বেতন ১৫ হাজার টাকা করার দাবিতে চারদিন যাবত বিক্ষোভ করেছে। তবে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এতে পুলিশ ও শ্রমিকের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে। পুলিশ টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সামান্য যানবাহন চলাচল স্বাভাবিক রাখলেও একটু পরপরই শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখছে। এতে ভোগা‌ন্তিতে রয়েছে ওই মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পথচারীরা।

বর্তমানে মহাসড়ক গুলোতে পুলিশের মহড়া চলমান রয়েছে বলে জানিয়েছেন, জিএমপি কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //